কোটচাঁদপুর সংবাদদাতা:
সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার স্কাউট ছাত্রদের তিন দিনের ওয়ার্কশপ সমাপ্ত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সহকারী শিক্ষক( PHT) ও ইউনিট লিডার আনোয়ার হোসেন স্যারের সার্বিক ব্যবস্থাপনায় এ ওয়ার্কশপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে চারটি উপদলে মোট ৩২ জন ছাত্র অংশগ্রহণ করে।
সমাপনী কুচকাওয়াজ সালাম গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট ইউনিটের সভাপতি ও অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন। তিনি বলেন স্কাউটের সকল ছাত্রকে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভুমিকা রাখতে হবে। প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের মানুষের কাছে স্কাউট ছাত্ররা হবে রোল মডেল।
সমাপনী কুচকাওয়াজ ও দুইটা উপদল দোয়েল ও কোকিল ক্যাম্পের তাবু প্রদর্শন করা হয়। তাবু পরিদর্শনের সময় নানাবিধ সুসজ্জিত গেজেটর সমারোহ দেখানো হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল আল মারুফ, সহকারী অধ্যাপক মাওলানা নুরুন্নবী, সহকারী অধ্যাপক মাওলানা হাফেজ আব্দুল করিম, সহকারী অধ্যাপক আবুল বাশার, আরবী প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, প্রভাষক মেরিনা সুলতানা, সুজন আহাম্মদ, আব্দুল লতিফ, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান পিন্টু, আনোয়ার হোসেন, মফিজুর রহমান, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, মোমিনুর রহমান, রুপালি খাতুন, সীমা খাতুন, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান, তৌফিকুর রহমান, বিকাশ কুমার প্রমুখ।