সাময়িকভাবে স্থগিত থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হলো ইরানে। গতকাল শনিবার ইসরায়েলি হামলার মুখে স্থগিতাদেশ দেওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সকাল ৯টা থেকে স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি বিমান সংস্থাগুলোর বার্তার দিকে নজর রাখার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি। ওই মুখপাত্র আরও বলেছেন, কোনো নির্দিষ্ট ফ্লাইটের সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যাত্রীদের যোগাযোগ করতে হবে। চলতি মাসের শুরুতে ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ওই হামলায় ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন। এই হামলার জবাবে শনিবার ভোরে দেশটির সামরিক স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয় সময় ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে হামলা শুরু হয়। রাজধানী তেহরান ও নিকটবর্তী সামরিক ঘাঁটিতে কয়েক ঘণ্টা ধরে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার পর অনির্দিষ্টকালের জন্য সবরকম ফ্লাইট বাতিল করে ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।