সাজ্জাদুল হক :
বীজ বপনের কাজ শুরু করেছে কৃষকরা।তবে কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বীজ নির্ধারিত দামের চেয়ে বস্তাপতি প্রায় ১২০০টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে বীজ আলু।
প্রতিবছর ১০-১২মেট্রিক টন আলু উৎপাদিত হয় জয়পুরহাট জেলায়। উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় ঢাকা সহ সারাদেশে।
বছরের এই সময় জেলা জুড়ে শুরু হয়েছে আলু রোপন। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছে আলুর বীজ। পাশাপাশি সারের দাম ও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।
সংকটের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে তারা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গার দাবি কৃষকদের।
এ বছর জেলায় ৪৪ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় ৬০ হাজার মেট্রিক টন আলু বীজ ও সারের ন্যায্য মূল্য পেতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই দাবি জেলা কৃষকদের।