মোঃ ওমর ফারুক স্টাফ রিপোর্টার :
সীতাকুণ্ডে জেসমিন আরা বদিউল আলম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান হয়েছে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে জেসমিন আরা বদিউল আলম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ সাদেকের সভাপতিত্ব ও কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম চন্দ্র দে এর সঞ্চালনায় প্রধান অতিথি সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমেদ, বিশেষ অতিথি জেসমিন আরা বদিউল আলম কল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান কাজী মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ কাজী মহিউদ্দিন,যুবাইদিয়া ইসলামী মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নূরুল কবির, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দিদারুল আলম, পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে প্রত্যককে ২৫০০/- টাকা করে অনুদান প্রদান করা হয়।