তামজিদুর তুহিন :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে রোববার রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুল খালেক ভোলা (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নাতি ও তার বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহত ভোলার নাতি আলম মিয়া (৩৫) ও আলমের স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করেছে। নিহত আব্দুল খালেক ভোলা ওই ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দাদা আব্দুল খালেকের সাথে নাতি আলম মিয়ার বিরোধ চলে আসছিল। ফলে প্রায়ই তাদেব মধ্যে ঝগড়া হতো। রোববার রাতে বাড়িতে আলম মিয়ার বাচ্চার মলমুত্র পার্শ্ববর্তী দাদার বাড়ির উঠানে ফেলে আলমের স্ত্রী রেখা বেগম। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে আলম ও তার স্ত্রী রেখা বেগম লাঠি দিয়ে দাদা আব্দুল খালেক ভোলার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ঘটনার পর স্থানীয়রা আলম ও তার স্ত্রী রেখাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হয়েছে।