আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:২৬ |

সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের এডহক কমিটি অনুমোদন 

মনির হোসেন:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে  অব্যাহত রাখার  স্বার্থে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত মাছউদুর রহমান সভাপতি ও মোজাম্মেল হককে বিদ্যোৎসাহী সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ১৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি হয়।

সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি হিসেবে ভাইস চ্যান্সেলর কর্তৃক যিনি মনোনীত হয়েছেন তিনি মোহাম্মদ মাছউদুর রহমান উপজেলার শিবপুর  ইউনিয়নের সাহারপাড় গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবার মোহাম্মদ  মফিজুর রহমান সাহেবের সন্তান। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এলাকায় তিনি একজন স্বজ্জন জ্ঞানী ব্যক্তি হিসেবে সুপরিচিত। 

তিনি এ প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে বলেন, আমাদের এলাকার একজন গুণী বিশ্ব বিখ্যাত সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ’র নামে এই প্রতিষ্ঠানটি আমাদের আবেগের স্থান। প্রতিষ্ঠানটির উন্নয়নে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে, সদ্য নিয়োগ পেলাম, আমাদের পরিচিতি সভা হবে।সেই সভায় কলেজের অতীত বর্তমান পরিস্থিতি ও সমস্যাগুলো অবগত হয়ে তা সমাধানের কাজ শুরু করব তবে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করা হবে। 

বিদ্যোৎসাহী সদস্য হিসাবে যিনি এ এডহক কমিটিতে ভাইস চ্যান্সেলর হিসাবে মনোনিত হয়েছেন মোঃ মোজাম্মেল হক মাসুম  তিনি ব্যক্তিগত জীবনে একজন সফল ব্যবসায়ী। উচ্চশিক্ষা শেষে ব্যবসার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন, তিনি এডুকেশন কন্সেন্টিটি নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি শিবপুর ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিত্ব শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক সাহেবের সুযোগ্য সন্তান। এই প্রতিবেদকের সাথে এক সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার সাধ্যমত এই প্রতিষ্ঠানটির জন্য কাজ করার ইচ্ছে রয়েছে,শিক্ষা নিয়ে যেহেতু আমি কাজ করছি শিক্ষার মান উন্নয়নে স্টুডেন্টদের ক্যারিয়ার গড়ার ব্যাপারে আমার সর্বোচ্চ উজার করে দেব। 

দাতা সদস্য হিসাবে যিনি  মনোনীত হয়েছেন, উপজেলা মিরপুর গ্রামের কৃতি সন্তান এক্সেল ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন। শিক্ষক প্রতিনিধি  হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের শরীরচর্চা বিভাগের  শিক্ষক মোঃ মোছলেম উদ্দিন

পদাধিকারবলে  সদস্য সচিব কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত,) মোঃ মহসিন সরকার। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top