আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৪:৩৩ |

সালাউদ্দিনের শেষ সভায় পাস হয়নি ৬১ কোটি টাকার বাজেট

গতকাল শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল থেকেই ভিড়। প্রার্থী ছাড়াও উৎসুক অনেকেই হাজির ছিলেন। সবার আকর্ষণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচনের দিকে। কাজী সালাউদ্দিনের বিদায়ী সভাতে কংগ্রেসে কিছুটা হইচই হয়েছিল। যদিও তা বেশিদূর গড়ায়নি। তবে ২০২৫ সালের প্রস্তাবিত বড় বাজেট উপস্থাপন করা হলেও পাস হয়নি তা! কংগ্রেসে এদিন ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি টাকা। উপস্থিত সদস্যরা এমন বাজেট পাস করার জন্য সায় দেননি। নতুন করে সভা ডেকে তা পাস করার দিকে জোর দিয়েছেন। বাফুফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি নির্বাচিত ইমরুল হাসান বার্ষিক সাধারণ সভা শেষে বাইরে এসে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আজ (গতকাল) ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছিল। সেখানে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়নি। ডেলিগেটরা এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেয়ার জন্য রেফার করেছেন।’ তাহলে নতুন কমিটি শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখে। ইমরুল হাসানের উত্তর, ‘নতুন কমিটিকে এজিএম বা ইজিএম করে বাজেট পাশ করতে হবে। এ ছাড়া উপায় কই।’ বাফুফের প্রস্তাবিত ৬১ কোটি টাকা বাজেটে আয় দেখানো হয়েছে ৪৭ কোটি। ১৪ কোটি টাকা ঘাটতি বাজেট। বাজেট পাশ না হওয়ার পাশাপাশি আর্থিক বিষয় নিয়েও প্রশ্ন রয়েছে ময়মনসিংহ বিভাগের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের, ‘বাজেটে জেলা ফুটবল নিয়ে কিছু নেই। আয়-ব্যয়ের হিসাব নিয়েও অনেক আপত্তি রয়েছে।’ গতকালকের সভায় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নিজের বক্তব্যে ফিফার স্পিরিটকে সম্মান রেখেই বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারেও জোর দিয়েছেন। সচিবের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইমরুল, ‘সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য আমাদের জন্য উদ্দীপনামূলক। আমরাও সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে ফুটবল পরিচালনা করতে চাই।’ বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের বাফুফেতে গতকাল ছিল শেষ দিন। তিনি নির্বাচনে যোগ্য-প্রার্থীদের বাছাই করার জন্য কাউন্সিলরদের অনুরোধ জানিয়েছেন। সভা শেষে ১৩৩ কাউন্সিলর তাদের ভোট দেওয়া শুরু করেন। ২ টি পদের জন্য প্রার্থী রয়েছেন ৪৬ জন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top