আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ১:৫৫ |

৪২ তম ঐতিহাসিক জেলা আন্দোলন শহীদ ওবায়দুর রহমান পলু  দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল, 

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া থেকে ::

৪২ তম ঐতিহাসিক জেলা আন্দোলন শহীদ ওবায়দুর রহমান পলু  দিবস উপলক্ষে আলোচনা ও দোয় মাফিল, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ওবায়দুর রউফ পলুর  শাহাদাৎ বরণের মাধ্যমে অর্জিত ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন দিবস শুধু ব্রাহ্মণবাড়িয়ারই নয়, এটি জাতীয় ওজলা আন্দোলন দিবস। কারণ, এই আন্দোলনের ফলাফলেই সারা বাংলাদেশের ৪৫টি মহকুমা এক সাথে জেলা ঘোষণা করেছিল তৎকালীন (১৯৮৩-৮৪) সরকার । এর প্রেক্ষিতেই ব্রাহ্মণবাড়িয়াসহ নতুন জেলা গুলোতে সরকারী কর্মকর্তারা প্রশাসনিক ও জেলা পর্যায়ের সকল অফিসে জেলা পর্যায়ের কর্মকর্তার মর্যাদার আসনে দায়িত্ব পালন করতে পারছেন বর্তমানে। নয়তো তারা মহকুমা কর্মকর্তাই থাকতেন। তাই  জেলা উন্নয়ন পরিষদের উদ্যেগে  ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও এ আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলু দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে অগ্রণী ভূমিকা পালন করা উচিৎ।

৪২ তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস উদযাপন উপলক্ষে ২৭ নভেম্বর বুধবার  ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে গৃহিত  কর্মসূচীর  বাদ  মাগরিব   জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ চত্বরে আয়োজিত কমসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আহসান উল্লাখ হাসান ( সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ)

প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আজ এ জে এম আরিফ হোসেন  অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া  সরকারি কলেজ, 

উদ্ভাবক : মাসুদুর রহমান শহীদ পলুর ছোট ভাই 

বিশেষ অতিথি : অধ্যক্ষ মোহম্মদ শফিকুর রহমান (কাজী মোঃ শফিকুল ইসলাম পলিটেকনিকেল কলেজ) 

এ কে এম কামরুজ্জামান মামুন সভাপতি জেলা আইনজীবী সমিতি, 

জাবেদ রহিম বিজন সভাপতি প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া 

মীর মোস্তাফিজুর রহমান বাবুল( বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধর বাবা) 

আলামিন শাহীন সভাপতি টেলিভিশন অ্যাসোসিয়েশন

এডভোকেট আলহাজ্ব কফিল উদ্দিন ইকু 

মোঃ কামরুল ইসলাম মানবাধিকার কর্মী 

মোহাম্মদ আশিকুর রহমান ( এমকেএম) চেয়ারম্যান জীবন চারিটি 

এম এ আবু মুসা ( সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা) সহ সভাপতি জেলা উন্নয়ন পরিষদ,

হারুন আর রশিদ ( নির্বাহী সম্পাদক চেতনায় ব্রাহ্মণবাড়িয়া ম্যাগাজিন) সাংগঠনিক সম্পাদক জেলা উন্নয়ন পরিষদ,

স্বাগত বক্তব্য রাখেন : আলী মাউন পিয়াস ( সাধারণ সম্পাদক জেলা উন্নয়ন পরিষদ)

অনুষ্ঠান সঞ্চালনা করেন : বাবুল চৌধুরী  সাধারণ সম্পাদক জেলা উন্নয়ন পরিষদ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top