আজ: রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ১১:১৫ |

৫০ টাকা কেজি দরে আলু কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। 

সাজ্জাদুল হক,  ;:90

৫০ টাকা কেজি দরে আলু কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দ্রব্যমূল্যের উদ্ধগতিতে  আলুর দাম বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্যের বাজার  ‘ছাত্র কৃষক কর্নারে ‘ ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করা শুরু হয়েছে জয়পুরহাট জেলায়.   

জেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কর্তৃক বাস্তবায়নে জয়পুরহাট  জেলা জুড়ে সারা ফেলেছে এই কার্যক্রম। প্রতিদিন জয়পুরহাটে পাঁচটি উপজেলায় বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি আলু কিনতে পারছেন. বাজারের চেয়ে সস্তায় কম দামে আলু কিনতে পেরে বেশ খুশী ক্রেতারা. এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে ভুত্বকি মূল্যে কম দামে শাক সবজি বিক্রি হচ্ছে. 

এদিকে বাজার নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এ কার্যক্রম  চালিয়ে  যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা. 

আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট, প্রতি মৌসুমে এই জেলায় প্রায় ১১ লাখ থেকে ১৩ লাখ টন আলু উৎপাদন হলেও বর্তমানে স্বস্তি নেই জয়পুরহাট জেলার আলুর হাট বাজারগুলোতে. সিন্ডিকেটের কারণে হাটবাজারে প্রতি কেজি আলু  ৭০  থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আনতে জয়পুরহাট শহরসহ পাঁচটি উপজেলায় বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি. 

জেলা প্রশাসনের আয়োজনে, টাস্কফোর্স এর সহযোগিতায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাস্তবায়নে জেলার বিভিন্ন হিমাগার থেকে এসব আলু সংগ্রহ করে ভুত্বকি মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে. এখান থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি আলু চিনতে পারছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচা কিনা. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top