আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: বিকাল ৩:০৭ |

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা ও জাতীয় সংগীত পরিবেশন

মোঃ মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো, কন্ঠ ধরো- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র এর প্রতিবাদে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদ।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল মান্নান, গাইবান্ধা আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজুর রহমান, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মিহির ঘোষ, রেবতী বর্মন, চুনি ইসলাম সহ আরো অনেকে ।
বক্তারা বলেন, জাতীয় সংগীতকে ঘিরে বাংলা ও বাঙালীর শেকড়ের নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে। সেই শেকড় নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের পরিচয় জাতির কাছে স্পষ্ট। কিন্তু এমন কোনো ষড়যন্ত্র বাঙালী মেনে নেবে না। উপস্থিত সংস্কৃতিকর্মীরা বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর দেখছি, তা আতংকের। আমাদের জাতীয় সংগীতের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না। প্রসঙ্গত, গেল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান। এরপরই এই প্রসঙ্গটি জোরালো হয়ে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top