লিটন তালুকদার, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি, ২৩, সেপ্টেম্বর:
জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি এ টি এম সেলিম সরোয়ার ও সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রা কালাই উপজেলা প্রতিনিধি এ্যাড. নাফিউৎ জামান তালুকদার ডলার নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ীরা আগামী ২ বছর কালাই প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে একটানা ভোট গ্রহণ চলে। পরে ভোট গননা শেষে রাত সাড়ে সাতটায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান ও আসাদুজ্জামান নয়ন উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুন নূর নাহিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে দৈনিক বাংলা প্রতিনিধি রাব্বিউল হাসান রমি এবং নির্বাহী সদস্য পদে দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি এস এম আব্দুল্লাহ সউদ তালুকদার, দৈনিক পূর্বাভাস প্রতিনিধি সজিবুল ইসলাম পাভেল ও দৈনিক এশিয়াবাণী প্রতিনিধি আব্দুল বাতেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক ঢাকা প্রতিদিন ও ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি কাজী তানভিরুল ইসলাম রিগান, সহ-সভাপতি পদে দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি তাহরিম আল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মুক্তখবর প্রতিনিধি ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।