আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:২৩ |

দর্শক তাণ্ডবে মাদ্রিদ ডার্বি, রিয়ালকে রুখে দিলো অ্যাটলেটিকো

মাদ্রিদ ভার্নি মানেই জমজমাট লড়াই। এদিনও তার ব্যতিক্রম হল না। ৬৫ মিনিটে ইদার মিলিটাওয়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদের দর্শকরা তখন আর সহ্য করতে পারলেন না। দলের গোল হজমের ৪ মিনিট পরই রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়াকে লক্ষ্য করে গ্যালারি থেকে বোতল নিক্ষেপ করতে শুরু করেন অ্যাতলেটিকোর সমর্থকরা। দর্শকদের তাণ্ডবে খেলা বন্ধ রাখতে হল প্রায় ২০ মিনিট। তবে এমন ঝামেলার ম্যাচে শেষ পর্যন্ত কেউ জিতেনি। মাদ্রিদ ভার্বির নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

ন্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দুই দল। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে আক্রমণের চেষ্টা চালালেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। ফলে প্রথমার্ধ গোলশূন্য রেখে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও সমানতালে চলতে থাকে আক্রমণ। ৬৪ মিনিটে ডেডলক ভাঙে লস রাঙ্কোসরা। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে বল পেয়ে যান মিলিতাও। তার নেয়া ডান পায়ের জোড়ালো শটে অ্যাটলেটিকোর এক ডিফেন্ডারে পা ছুঁয়ে বল ঢলে যায় জালে। এরপরই দর্শকদের উগ্র আচরণের জন্য বন্ধ থাকে খেলা। ম্যাচের দ্বিতীয়ার্ধে একসময় অ্যাটলেটিকোতে ফেলা বর্তমানে রিয়ালের গোলরক্ষক থিবো কোতোয়াকে লক্ষ্য করে এদিন গ্যালারি থেকে নানা জিনিস ছুড়ে মারে। স্বাগতিক সমর্থকরা। এ ঘটনায় প্রায় ২০ মিনিট বন্ধ ছিল খেলা। দর্শকদের এমন উগ্র আচরণের মূল কারণ ছিল কোতোয়ার উদযাপন। রিয়াল গোল পাবার পর অ্যাটলেটিকো সমর্থকদের দিকে তাকিয়ে উদযাপন পছন্দ হয়নি তাদের। ম্যাচের পর সমর্থকদের খেপিয়ে দেওয়ার পেছনে কোতোয়াকেই দায়ী করেছেন অ্যাটলেটিকো কোচ, ‘আপনি গোল উদযাপন করতেই পারেন, কিন্তু সেটা (প্রতিপক্ষ) সমর্থকদের দিকে তাকিয়ে নয়।

গ্যালারির দিকে গিয়ে এমনভাবে নয়। সমর্থকেরা এমনিতেই চটেনি, তাদের চটার কারণ আছে।’ ফেলা শুরু হলেও আক্রমণ অব্যাহত রাখে রিয়াল। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল তখন ইনজুরি টাইমে কোররেয়ার গোলে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। কিছুক্ষণ পর ফ্রান গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন স্বাগতিক দলের মিডফিল্ডার ইয়োরেন্তে। শেষ পর্যন্ত ১-১ ফোরলাইনে শেষ হয় ম্যাচ। লা লিগার পয়েন্ট টেবিলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top