আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:৪১ |

এবার সংস্কার বিষয়ে মুখ খুললেন আশফাক নিপুন

এ সময়ের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। শোবিজ জগতে সাহসী নির্মাতা হিসেবে খ্যাতি রয়েছে তার। বেশিরভাগ কাজেই সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন তিনি। বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ইস্যুতে প্রতিবাদের সুরে তাকে কথা বলতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি। ছাত্র-জনতার এক দফা দাবির মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার চলছে। এবার সেই সংস্কার বিষয়ে মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে গত রোববার এক পোস্ট করেন এই নির্মাতা। যেখানে তিনি লিখেন, ‘যদি সত্যিকারের সংস্কার করতে চান তাহলে নিজেদের কোমরের জোর দিয়ে করেন, কারো হুমকি ধামকির ভয়ে না। দেশ আপনাদের সেই জায়গায় বসাইছে আপনাদের উপর ভরসা রেখেই। আমি তো ভয় দেখাবো, আমাকে ভয় পেলে আপনার চলবে?’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দ্বিতীয়বারের মতো পুনর্গঠন করে নাম দেয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট সেন্সর বোর্ডের সদস্যের নাম প্রকাশ করা হয়। প্রথম তালিকায় বোর্ড সদস্যের অন্যতম ছিলেন নির্মাতা আশফাক নিপুন। প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর নবগঠিত সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান জানান পরিচালক তিনি। তখন আশফাক নিপুন গণমাধ্যমে বলেন, ‘আমি সেন্সর বোর্ডে নাই।’ তার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই নির্মাতা বলেন, ‘সেন্সর বোর্ড আগামী কয়েক মাসের ভেতর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তরিত হবে বলে আমাকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়।

আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে। আমি খুবই সম্মানিত বোধ করেছি মন্ত্রণালয় আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করেছিলেন। কিন্তু একটা মিস-কমিউনিকেশন হয়ে গেছে। আমি এই বোর্ডের অফিশিয়াল সদস্যপদ গ্রহণ করিনি। বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top