আশিকুর রহমান শ্রাবন –
ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন ।
সকাল থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয় ।
এর আগে গতকাল মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে দিতে বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট আলী নূরখান, সহকারী কমিশনার ফারহান লাবিব জিসান, ইঞ্জিনিয়ার ফরহাদ সার্ভেয়ার মিঠু সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট আলী নূরখান জানান, উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান থাকবে।