কাজী মেহেদী হাছান নবীনগর প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে ০২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ০৭ রাউন্ড কার্তুজ, ০২টি লম্বা দা এবং ১টি ইঞ্জিন চালিত স্পিড বোর্ড উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আরমান (৪২), কাজী তারেক (৩৪), আমজাদ হোসেন (২৭), সাজ্জাদ মনা (২২), আশরাফুল ইসলাম হিমেল (২০) এবং আবু সাঈদ (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় দুইটি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে একটি মামলা অস্ত্র আইনের অধীনে এবং অন্যটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।
অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর থাকবে।