মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রতিক্ষণ করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার যৌথ আয়োজনে এ কর্মসূচিতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজমির হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলী।
হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম, প্রধান প্রশিক্ষক আজমিরা মেধা। এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের যুব প্রধান জেসমিন চৌধুরীসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।