আশরাফুজ্জামান কোটচাঁদপুরঃ
ঝিনাইদহে আগামী ১৭ই অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের আগমন উপলক্ষে কোটচাঁদপুরে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শহরের ব্রিজ ঘাট থেকে এই আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজ ঘাটে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আজিজুর রহমান , সেক্রেটারী শরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম , ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসেন, পৌর আমীর মাওলানা নাজির আহম্মেদ, পৌর সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল কাইয়ুম সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতা কর্মি মিছিলে অংশ গ্রহন করেন।
এ সময় মিছিল শেষে ব্রীজঘাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম বলেন দীর্ঘ ১৬ বছর পর আমরা স্বাধীন ভাবে মিটিং মিশিল করার সুযোগ পেয়েছি। আগামী ১৭ ই অক্টোবর ঝিনাইদহ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। উক্ত সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি হিসাবে কোটচাঁদপুরে এ স্বাগত মিশিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।