আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ২:০১ |

সাঘাটা ইউপি চেয়ারম্যানের নামে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি।

মোঃ মাহমুদুল হাবিব রিপন ;

গাইবান্ধার সাঘাটায় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ অন্যদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার এলাকাবাসীর পড়্গ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘গত ১০ সেপ্টেম্বর সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী কথিত অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এই অভিযানে তাদেরকে শারীরিক নির্যাতন চালানো হয়। এতে সুইটসহ কয়েকজন আহত হয়। পরে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে শফিকুল ইসলাম বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাব হোসেন আপেল গাইবান্ধা জেনারেল হাসপাতালে মারা যায়। অভিযানের ঘটনায় ইউপি চেয়ারম্যান সুইটসহ কয়েকজনের নামে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়’। 

স্মারকলিপিতে ৫ দফা দাবি উলেস্নখ করা হয়। দাবিগুলো হচ্ছে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যাকান্ডের সাথে জড়িত ইন্ধনদাতাসহ সব ব্যক্তিকে গ্রেফতার, হত্যা প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অভিযানের নামে বিচার বহির্ভুতভাবে সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত দুই পরিবার ও আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন। 

স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসির পক্ষে উপসি’ত ছিলেন বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আজাদুল ইসলাম আজাদ, শামসুল হক, দেলোয়ার হোসেন, সোহেল কবির মোল্লা প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top