ফেনী থেকে:আর.এ.জাবেদ
নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস বির্নিমাণের লক্ষ্যে সোমবার (২১ অক্টোবর) ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খন্দকার, উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, বিএসসি ডিপার্টমেন্ট ছাত্রদলের আহবায়ক নেওয়াজ উদ্দিন শাকিন, সিনিয়র সদস্য নোমানুল হক নোমান, মোহাম্মদ হাসানুজ্জামান, সমাজকর্ম ডিপার্টমেন্ট এর আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম- আহবায়ক গোলাম মাওলা পারভেজ, বিএ ডিপার্টমেন্ট এর সদস্য সচিব মতিউর রহমান আশিক, বিজ্ঞান বিভাগের সদস্য সচিব শাহরিয়ার সাগর, বিএসএস ডিপার্টমেন্ট এর সদস্য সচিব সামিউল আহসান, উচ্চমাধ্যমিক শাখার সদস্য সচিব আবদুল মাজেদ, বিবিএস ডিপার্টমেন্ট এর যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন শাকিল, মোঃ জাবের সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।