আজ: মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ১২:২১ |

গাইবান্ধায় তিনদিনব্যাপী কৃষি মেলা।

মোঃ মাহমুদুল হাবিব রিপন  

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহাদৎ হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম প্রমুখ। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ২০টি স্টল বসানো হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ মিন্টু মিয়া। 

বক্তারা কৃষির সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top