আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৮:০১ |

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

ইমরান নাজমী -মাদারীপুর থেকে ;

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পার্থ শীল (২০) ও অনয় দাস (২০) নামে ২ কলেজ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।

 এছাড়া সীমান্ত নামের আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনি নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত পার্থ শীল (২০) উপজেলার পাঁচ্চর এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং অনয় দাস (২০) পাঁচ্চর গোলয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে । তারা ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীই দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। ক্লাস শেষে মোটরসাইকেলে করে ৩বন্ধু বাড়ি ফিরার পথে বন্দরখোলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সঙ্গে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন ও পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল আহমেদ জানান, কলেজ থেকে ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পার্থ ও অনয়। পথে যাত্রীছাউনির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল থেকে একজনকে মৃত ও আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top