সোহানুর রহমান..
জামালপুর সদর উপজেলার ১০ নং শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মোড় থেকে উত্তরপাড়া হয়ে ফতেপুর বাজার পর্যন্ত মাত্র দুই কিলোমিটারের একটি কাঁচা রাস্তা এলাকাবাসীকে প্রায় অর্ধ শত বছর ধরে ভোগাচ্ছে। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই রাস্তার পাশে রয়েছে দুই গ্রামের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাট বাজার। কয়েক গ্রামের প্রায় ৮-১০ হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে।
বর্ষাকালে এই রাস্তায় এক হাটু পানি ও কাদা জমে যায়। তখন পায়ে হেটেই চলাচল করতে পারেন না গ্রামবাসী। কোনো যানবাহন চলাচল করে না। ছাত্রছাত্রীরা তো বটেই কেউ কাদা পানির উপর দিয়ে আসা যাওয়া করতে না। কেউ রাস্তা দিয়ে যেতে চাইলে তাকে কাদা পানি মাড়িয়েই যেতে হয়। কষ্টের কোনো সীমান নেই।
এলাকার লোকজন জানান, নান্দিনা পশ্চিম বাজার বাদেচান্দি-খলিশাকুড়ি-রণরামপুর হয়ে ফতেপুর বাজার রাস্তা পাকা রয়েছে। কিন্তু পাকা হয়নি এই দুই কিলোমিটার।
শ্রীপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা বজলুর রহমান জানান, এই রাস্তা পাকাকরণের দাবিতে আমরা ইতিপূর্বে মানববন্ধন ও লিখিত আবেদন জানিয়েছিলাম কর্তৃপক্ষের নিকট। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
মুন্না জানান, রাস্তা কবে পাকা হবে আমরা তা জানিনা। এলাকার লোকজন নিজেদের উদ্যোগে রাস্তায় বালু ও রাবিশ ইট ফেলেছেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। গ্রাম বাসীদের একটাই দাবি!আমরা চাই স্থায়ী একটা সমাধান। রাস্তা পাঁকা করণের।