লায়ন মো. গনি মিয়া বাবুল
নিরাপদ সড়ক গড়তে এসেছে যে জন
সে প্রয়াত জাহানারা কাঞ্চন,
বাইশ অক্টোবর, চট্টগ্রামের অদূরে
সড়কের মড়কে, সকলের তরে
করেছে দান, তারই প্রাণ
মৃত্যুকে করেছে স্পর্ধিত বরণ
সূচনা নিরাপদ সড়ক চাই আন্দোলন।
যে পথে তার জীবন লয়
স্বার্ণাক্ষরে লেখা, হবে না ক্ষয়,
আমাদের দাবি আজ বিশ্বময়
মোরা করি না ভয়,
পথ যেন হয় সদা শান্তিময়
সড়কে মৃত্যু যেন নাহি হয়।