ফেনী প্রতিনিধি:আর.এ.জাবেদ :
ফেনী সদর দাউদপুল আরামবাগ থেকে গত ১০ অক্টোবর সকাল ৮টার সময় অপহৃত হয়।
ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার
সংক্রান্তে মা—মনোয়রা বেগম (৪৮) বাদী হয়ে বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফেনী, কমপ্লেন মামলা দায়ের করেন।
উক্ত মামলাটি পিবিআই, ফেনী কর্তৃক তদন্তের নির্দেশনা পেয়ে জয়িতা শিল্পী, পিএসসি, পুলিশ সুপার, পিবিআই, ফেনী জেলা—এর দিক নির্দেশনায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) গাজী মোঃ জিয়াউল এর নেতৃত্বে পিবিআই ফেনী জেলার একটি চৌকস টিম পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকার এলআইসি শাখা হতে তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে এবং নারী পুলিশের সহায়তায় গত ২২ অক্টোবর রাতে অপহরণকৃত নারী কে
লক্ষিপুর জেলার রায়পুর থানাধীন চর বংশী সাকিনস্থ খাস পুকুর সংলগ্ন ইদ্রিস আলী এর ঘর থেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত নারী কে জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যহত আছে