আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ২:৫৭ |

মাদারীপুরের গাছে বেঁধে 

মা ছেলেকে নির্যাতন, অভিযুক্ত রশিদ মাদবর ও তার পরিবার। 

ইমরান নাজমীন – 

মাদারীপুর জেলার শিবচর থানার নিলক্ষী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে মৃত আনোয়ারের স্ত্রী আশুরা বেগম ও তার ছেলে সাজ্জাদ মাদবরকে বর্বরোচিত কায়দায় অমানুষিক নির্যাতন করেছে ,প্রতিবেশী রশিদ মাদবর ও তার পরিবার,  

ভুক্তভোগী এবং স্থানীয়রা জানায় প্রতিবেশী রশিদ মাদবর এর সাথে  বিধবা আশুরা বেগমের জমিজমা নিয়ে প্রায় আট বছর ধরে ঝামেলা চলে আসছিল। আশুরা বেগম রশিদ মাদবরে গং দের বিরুদ্ধে আদালতে একটি জমিসংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করেন। তারই যের ধরে গত (২১ অক্টোবর )রাত: ১১ টার দিকে রশিদ মাদবরের ছেলে রুবেল, জাফর, শওকত, লিয়াকত এবং তার মেয়ের জামাইসহ ৮ থেকে ১০ জন মিলে,ঘরের ভেতর থেকে ডেকে এনে আশুরা বেগম ও তার ছেলে সাজ্জাদ কে গাছের সাথে হাত-পা বেঁধে, রড ও লাঠি সোটা দিয়ে মারধর করে।

একপর্যায়ে সাজ্জাদ অসুস্থ হয়ে পড়লে পানি খেতে চাইলে তার মুখের ভেতরে কাপড় ভরে গলা শাশ্রদ্ধ করে মেরে ফেরার চেষ্টা ।আশুরা বেগমকে মারতে মারতে এক পর্যায় অজ্ঞান করে ফেলে এরপর আশুরা কে  মৃত ভেবে রাস্তার পাশে ফেলে দেয় ও ছেলেকে উঠানে ফেলে দেয়।  অবশেষে পাড়া-প্রতিবেশী খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। মা ও ছেলেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে, চিকিৎসা সেবা প্রদান করে এবং  আশুরার পক্ষ থেকে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।, এ বিষয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মোকতার হোসেনের ঐ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং ঘটনা ঐ ঘটনার বিষয়ে মামলা দায়ের করতে চাইলে বাদীকে সকল সহযোগিতা করবে পুলিশ। ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো,

এবিষয়ে স্থানীয়,গ্রামবাসী ও প্রত্যক্ষদশীরা দোষীদের উপযুক্ত বিচার দাবি করেছেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top