আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:৫৪ |

প্রিয়াংকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যা বললেন অন্নু কাপুর

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ছবিতে একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। কিন্তু কখনো তাদের মধ্যে এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করেননি তিনি। তথাকথিত নায়কের চেহারা নেই। তাই নাকি পর্দায় চুম্বন করতে রাজি হননি এ অভিনেত্রী। আনন্দবাজার সূত্রে জানা যায়, ‘সাত খুন মাফ’ ছবিতে একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন বলি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কিন্তু তাদের মধ্যে এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে নাকি মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করেননি তিনি। সেই অভিনেতা হলেন অনু কাপুর। এর আগে ২০১১ সালের এক সাক্ষাৎকারে অনু কাপুর দাবি করেছিলেন, এক ঘনিষ্ঠ দৃশ্যে তাকে চুম্বন করতে রাজি হননি প্রিয়াংকা চোপড়া। এই দৃশ্য নিয়ে নাকি বেশ অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। এই অস্বস্তির কথা নাকি প্রিয়াংকা জানিয়েছিলেন ছবির পরিচালক বিশাল ভরদ্বাজকেও। অনু আরও দাবি করেছিলেন, তিনি তথাকথিত নায়ক নন বলেই তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেননি ‘দেশি গার্ল’। অনু বলেছিলেন- আমি নায়ক হলে আমাকে চুম্বন করতে প্রিয়াংকার কোনো সমস্যা হতো না। তথাকথিত নায়কদের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে ওর তো কোনো সমস্যা হয় না। আমার মুখটা তো সুন্দর নয়! আমার ব্যক্তিত্বও ভালো নয়। তাই এ সমস্যা হয়েছিল। অনু কাপুরের এই মন্তব্যে চটেছিলেন প্রিয়াংকা চোপড়া। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এ মন্তব্য শুনে তিনি খুবই বিরক্ত হয়েছেন। প্রিয়াংকা বলেছিলেন- তিনি (অনু) যদি তেমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান অথবা এসব নিচ মন্তব্য করতে চান, তিনি সেই ধরনেরই ছবিতে কাজ করতে পারেন। আমাদের ছবিতে ওই ধরনের কোনো দৃশ্যই ছিল না। উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘সাত খুন মাফ’। এ ছবিতে অনু কাপুর ও প্রিয়াংকা চোপড়া ছাড়াও অভিনয় করেছিলেন নীল নীতিন মুকেশ, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ, ভিভান শাহ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top