আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৪:৩৩ |

দেশে আসছে বলিউডের তিন সিনেমা

রীতিমতো বেহাল দশা দেশি সিনেমার। বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে প্রায় তিন মাস নতুন সিনেমা মুক্তি পায়নি। গত ১১ অক্টোবর মুক্তি পেয়েছে অভিনেত্রী কুসুম সিকদার পরিচালিত ‘শরতের জবা’। তবে সিনেমাটি ব্যবসায়িকভাবে আলোচনা তৈরি করতে পারেনি। তাই দেশি সিনেমার সংকটের কারণে বলিউডের তিনটি সিনেমা আমদানি করা হচ্ছে। এই তালিকায় রয়েছে ‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘পুষ্পা ২’। অভি কথাচিত্রের পরিবেশনায় আজ শুক্রবার মুক্তি পাবে বলিউডের ব্যবসা সফল সিনেমা ‘স্ত্রী ২’। আমদানি নীতিতে ভারতের ‘স্ত্রী ২’ ছবির পরিবর্তে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ‘প্রহেলিকা’। এ ছাড়া একই প্রতিষ্ঠানের ব্যানারে ভারতের সঙ্গে একই দিনে ১ নভেম্বর মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাটি। বাংলাদেশের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে এই সিনেমাটি আসছে। অন্যদিকে অ্যাকশন কাট সিনেমার পরিবেশনায় আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’। ‘স্ত্রী ২’ ও ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমা দুটি নিয়ে অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হোসেন অভি গণমাধ্যমকে বলেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নেই। সিনেমা হল টিকিয়ে রাখার জন্য বাধ্য হয়েই বলিউডের সিনেমা আমদানি করতে হয়েছে। সরকারের পক্ষ থেকে অনেক আন্তরিকতা ছিল। এ ছাড়া সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই সিনেমা দুটি এনেছি। কারণ দর্শকদের হলমুখী করতে ভালো মানের সিনেমার বিকল্প নেই। আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এই সিনেমা মুক্তির পরপরই ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন অ্যাকশন কাট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top