আজ: বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,  | সময়: রাত ৪:০৬ |

সূরা আরাফ মক্কায় অবতীর্ণ। আয়াত: ২০৬; রুকু: ২৪

১৬১. যখন তাদেরকে বলা হয়েছিল, ‘এ জনপদে (বায়তুল মুকাদ্দাস ও তৎসংশ্লিষ্ট) বসবাস কর এবং যেথা ইচ্ছা আহার কর, আর তোমরা বল (হে রব!) ক্ষমা চাই, আর দরজা দিয়ে নতশিরে প্রবেশ কর; আমি তোমাদের অপরাধ ক্ষমা করবো এবং সৎকর্মশীল লোকদের জন্য আমার দান বৃদ্ধি করবো।’ ১৬২. কিন্তু তাদের মধ্যে যারা জালিম ও সীমালংঘনকারী ছিল, তারা সে কথা পরিবর্তন করে ফেললো যা তাদেরকে বলতে বলা হয়েছিল, সুতরাং তাদের সীমালঙ্ঘনের কারণে আমি আসমান হতে তাদের উপর শাস্তি প্রেরণ করলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top