৯৮। আবুযর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি মসজিদে প্রবেশ করে দেখি যে, রাসূলুল্লাহ (সা) বসে আছেন। যখন সূর্য অস্ত গেল, তখন তিনি আমাকে ডেকে বললেন, হে আবুযর! তুমি কি জান এটা (সূর্য) কোথায় যাচ্ছে? আমি বললাম, এ বিষয়ে আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন। তিনি বললেন, এটা যায় এবং আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে অনুমতি প্রার্থনা করে এবং তাকে অনুমতি দেয়া হয় এবং একদিন তাকে বলা হবে, যেদিক থেকে এসেছো, সেদিকেই ফিরে যাও। তখন যে পশ্চিমাকাশে উদিত হবে। তারপর রাসূলুল্লাহ (সা) এ আয়াত পাঠ করলেন।