আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: বিকাল ৫:২৩ |

কোটচাঁদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত ।

কোট চাঁদপুর প্রতিনিধি :

 ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬অক্টোবর) স্থানীয় বলুহর স্ট্যান্ড সংলগ্ন আস্থা কনভেনশন হলে এ সচেতন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

আইএফআইসি ব্যাংকের অফিসার ইনচার্জ আইরিশ মল্লিক সঞ্চালনা করেন। সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার বি.এম শাহাজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। 

ওয়ার্কশপে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জাল নোট চেনার পদ্ধতি ও আইননুযায়ী ব্যবস্থা করন বিষয়ে আলোচনা ও ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হয়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা যুগ্ম পরিচালক মো: মিজানুর রহমান, ঝিনাইদহ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম সহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক ও সম্মানিত গ্রাহক বৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top