চৌদ্দগ্রাম, থেকে ইউসুফ :
সমাজসেবায় নিবেদিত ফুলের নাওড়ী তরুণ সংঘ ক্লাবের দীর্ঘ প্রতীক্ষিত কার্যালয় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি ১৪ বছর ধরে স্থানীয় সমাজে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ক্লাবের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শাহজালাল ভূঁইয়া টিপু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মো. আলাউদ্দিন ভূঁইয়া, মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (নাইম) এবং সহ-সভাপতি হাসান মিয়াজী। এছাড়াও ছিলেন প্রচার সম্পাদক রাসেল হাজারী, সহ-অর্থ সম্পাদক আজিজুল হক মিনহাজ হাজারী, অর্থ সম্পাদক আমির হোসাইন হাজারী, এবং শুভাকাঙ্ক্ষী গাজী ফারুক। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন উপদেষ্টা মো. নাহিদ ভূঁইয়া ও মো. টিপু মিয়াজীসহ ,অর্থসম্পাদক মুজাহিদুল ইসলাম ভুইয়া শাহনাজ, সহ -প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন পিয়াস মিয়াজী ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সভাপতি শাহজালাল ভূঁইয়া টিপু কেক কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি ক্লাবের দীর্ঘ পথচলা ও ভবিষ্যৎ লক্ষ্যের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “ফুলের নাওড়ী তরুণ সংঘ ক্লাব শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; আমরা মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে সর্বদা সক্রিয়। নতুন এই কার্যালয় আমাদের কার্যক্রমে গতি আনবে এবং আরও সুসংহত করবে।”
২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই ক্লাব বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। রক্তদান কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার সময় ত্রাণ বিতরণ, পথশিশুদের জন্য খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন এই ক্লাবের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে অন্যতম। প্রতি রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও নিয়মিতভাবে পরিচালনা করে আসছে ক্লাবটি।
উপস্থিত উপদেষ্টাগণ তাদের বক্তব্যে ক্লাবের সদস্যদের মানবিক কাজে অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকরী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উপদেষ্টা মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, “ক্লাবটি সমাজের সেবায় যেমন প্রতিশ্রুতিবদ্ধ, তেমনই এর সদস্যরা দায়িত্বশীল ও আন্তরিক। এই নতুন কার্যালয় আমাদের সবার জন্য গর্বের এবং আমরা আশা করি, ক্লাবটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে।”
ক্লাবের শিক্ষা ও সমাজসেবা সম্পাদক আবদুল আহাদ ভূঁইয়া এবং অন্যান্য সদস্যরা ক্লাবের কার্যক্রমে তাদের পূর্ণ সমর্থন জানান। তাদের মতে, এই নতুন কার্যালয় ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত করতে সহায়তা করবে এবং ভবিষ্যতে আরও বড় উদ্যোগ গ্রহণের প্রেরণা জোগাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য, অতিথি এবং শুভাকাঙ্ক্ষীরা ফুলের নাওড়ী তরুণ সংঘ ক্লাবের নতুন কার্যালয়ের জন্য গভীর সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্লাবের এই নতুন উদ্যোগ ভবিষ্যতে সমাজের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।