আশরাফুজ্জামান কোটচাঁদপুরঃ
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডে সামনের বারান্দায় শুয়ে আছে অচেন অবস্থায় এক নারী।
তিন দিনে ও খোঁজ মেলেনি ৪০ বছর বয়সি অজ্ঞাত ওই নারীর। অচেতন অবস্থায় শুয়ে আছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে। অজ্ঞাত ওই নারীকে নিয়ে বে-কায়দায় পড়েছেন কতৃপক্ষ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গেল বুধবার ২৩ অক্টোবর সন্ধ্যায় কে বা কাহারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান অজ্ঞাত অসুস্থ ওই নারীকে। তাঁর বয়স ৪৫ বছর হবে বলে জানা গেছে।
তাঁকে চিকিৎসা সেবা দিতে গেলে নিচ্ছে না। তবে খাবার আর পানি দিলে তা খেয়ে আবারও শুয়ে থাকছেন। গেল তিন দিনেও কোন খোজ মেলেনি ওই নারীর। এতে করে তাঁকে নিয়ে বে- কায়দায় পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, গেল তিন দিন কে বা কাহারা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে যান। সে থেকে আমরা তাঁকে ভর্তি করে চিকিৎসা ও খাবার সরবরাহ করছি। তবে এখনও পর্যন্ত তাঁর কেউ খোঁজ করেনি। এতে করে একটু বেকায়দা পড়েছি আমরা।
তিনি বলেন, ওনাকে দেখে তেমন অসুস্থ্য মনে হচ্ছে না। আবার চিকিৎসা সেবাও নিচ্ছেন না। তবে খাবার পানি খেয়ে আবার শুয়ে থাকছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিষয়টি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে জানিয়েছিল। আমি ওনাদেরকে স্থানীয় সমাজ সেবা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। কারণ এ ধরণের সহায়তা একমাত্র সমাজ সেবাই দিতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন, বিষয়টি আমার জানা নাই। আপনারা সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে কথা বলে নেন।