কোট চাঁদপুর প্রতিনিধ :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন মাঠে কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ টাইব্রেকারে ৩ গোলে জয়লাভ করেছে।
সোমবার (২৮ অক্টোবর) সাফদারপুর ক্রিয়া একাদশ এর আয়োজনে মোট ৮ দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ জীবননগর উপজেলার সেনেরহুদা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেছে।
ফাইনাল খেলাটি বিকাল ৪টায় খেলা শুরু হলে দুদলই তাদের সেরা খেলা উপহার দেয়। নির্ধারিত ৯০ মিনিটে খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে খেলাটি টাইব্রেকারে কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ জীবননগর উপজেলার সেনররহুদা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় টুর্ণামেন্ট সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত হন কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশের মিডফিল্ডার টোফেল এবং ম্যাচ সেরা হয়েছেন একই দলের গোলরক্ষক হুরায়রা। খেলা শেষে পুরস্কার হাতে তুলে দেন প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন, বিএনপি নেতা মিজানুর রহমান খান লাভলু, যুবদলের সদস্য সচিব মাহফুজুল আলম মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল মালেক, হাফিজুর রহমান, বিকাশ কুমার, সাংবাদিক জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন খালিদুজ্জামান।