আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সন্ধ্যা ৭:০৫ |

*হবিগঞ্জ জেলার বাহুবল থানার ওয়াহিদ মিয়া হত্যা মামলার পলাতক আসামি ছগির মিয়া’কে ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।*

নিহত ভিকটিম ওয়াহিদ মিয়া (৩২) হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাবনাকান্দি গ্রামের ইছাক উল্লার ছেলে। একই গ্রামের আব্দুল হাই ও ছায়েদ মিয়ার সঙ্গে পূর্ব থেকেই জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ০৯০০ ঘটিকায় ছায়েদ মিয়া আসামি ছগির মিয়া সহ অন্যান্য লোকবল নিয়ে আব্দুল হাই এর একটি জায়গা দখল করতে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, শিকল, লাঠিসোঁটা, রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছায়েদ মিয়া ওরফে আব্দুল কাইয়ুম ও ছগির মিয়া সহ অন্যান্য আসামিদের শিকল, দা, লাঠিসোটা, রড সহ অন্যান্য দেশীর অস্ত্রের আঘাতে আব্দুল হাই পক্ষের লোক ভিকটিম ওয়াহিদ মিয়া গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং আরো ২০-২৫ জন আহত হয়। স্থানীয় লোকজন ভিকটিম ওয়াহিদ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় ৬০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫/১২৯, তারিখ- ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৪৩৬/৩৮০/৪২৭/৫০৬/১১৪/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০।

র‌্যাব-৭,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছগির মিয়া (৪৫) ফেনী জেলার সোনাগাজী থানাধীন উত্তর চর চান্দিয়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি  আভিযানিক দল গত ২৯ অক্টোবর ২০২৪ইং তারিখে আনুমানিক ১৪০০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ছগির মিয়া (৪৫), পিতা- আব্দুর রশিদ, সাং- বাবনাকান্দি, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে হবিগঞ্জ জেলার বাহুবল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top