আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ১:৪৮ |

জয়পুরহাটের পাঁচবিবিতে বারোকান্দ্রি বৌদ্ধবিহারে কঠিন চীবর দান উৎসব

এস,এম,রুহুল আমিন, ;

 জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দ্রি রাহুল সুক্তা সার্বজনীন বিদর্শন বৌদ্ধবিহার প্রাঙ্গনে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোত্তম উৎসব অনুষ্ঠিত হয়। 

বারোকান্দ্রি রাহুল সুক্তা বৌদ্ধবিহারের আয়োজনে আজ সোমবার সকাল ১০ টায় এই উৎসবকে ঘিরে অষ্ট পরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ছাতনীপাড়া আনন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাথো।উদ্বোধন করেন বারোকান্দ্রি বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক বুদ্ধরত্ন সোমেন ভূপেন। প্রধান আলোচক ছিলেন পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রধান ধর্ম দেশক অধ্যক্ষ সুশীল প্রিয় ভিক্ষু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুন্নবী ও উত্তরবঙ্গ আদিবাসী বুদ্ধিস্ট ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক স্বপন এক্কা প্রমুখ। ধর্ম দেশনা প্রদান করেন বিশেষ ধর্ম দেশক পিরপাল পদ্মবীণা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘরত্ন দের রংপুর মিঠাপুকুর বেনুবন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত শুভ মিত্র ভিক্ষু, নওগাঁ বদলগাছি ভয়ালপুর বিশ্বনাথ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্র বংশ ভিক্ষু ও নওগাঁ বদলগাছি সেনপাড়া জ্ঞানরত্ন মাধবপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু। এছাড়াও পঞ্চশীল প্রার্থনা করেন দায়িকা তুলসী লাকড়া। শেষে অষ্ট পরিস্কার, সংঘদান ও বাবা বান্ধন বারোয়ার ও মাতা সুবতি লাকড়ার পুত্র সিদ্ধার্থ বারোয়ার সৌম্যর সৌজন্যে বৌদ্ধ মন্দির হাজার বাতী প্রজ্জলন করার মধ্যে দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top