আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৯:১৮ |

র‌্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজা সহ মাদক কারবারি মোঃ জুয়েল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধ :

র‌্যাব-৭,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ০৫ নং ওয়ার্ডস্থ টিটু ফার্নিচারের পিছনে আমিন শরীফের কাঁচা ঘরের পাশে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ করছে।

 উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৪ নভেম্বর আনুমানিক ০১ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ জুয়েল (৩৪), পিতা-মোঃ হানিফ, সাং-অক্সিজেন শহীদ পাড়া, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

 পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার নিজ হেফাজতে থাকা ঝোপ-ঝাড়ের ভিতর থেকে নিজ হাতে বের করে দেওয়া কালো রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো তেইশটি বান্ডেলে মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়। 

 গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে। পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top