আশিকুর রহমান শ্রাবন-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিতে মোঃ জাকির হোসেন বাবলুকে আহবায়ক আলমগীর মাহমুদ আলম যুগ্ম-আহবায়ক ও মোঃ রোকনুজ্জামান সরকার রোকন কে সদস্য সচিব নির্বাচিত
করায় ভালুকা উপজেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়।
সোমবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিণ করে ভালুকা বিএনপি কার্যালয়ে এসে মিলিত হয় ।
এ সময় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম আলী খান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু, নাছির উদ্দীন সরকার, মনিরুজ্জামান মনির, রহুল আমিন, নাইমুল করিম জান্নাত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।