সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনা কৃষি মাসগ্রী বিতরণ ও জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৫ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রনোদনা বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ও উপসহকারী কর্মকর্তা পিপাস কান্তি চৌধুরীর সঞ্চালনায় প্রনোদনা বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরেী, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ কমল কদর, জামায়াত নেতা মোঃ শহীদুল ইসলাম সহ প্রমুখ। এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অতিবৃষ্টি,বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর,বারৈয়াঢালা, পৌরসভা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়াসহ ৫টি ইউনিয়নে পূনর্বাসন কর্মসূচির বাস্তবায়নের শর্তবলী অনুযায়ী ৬০০ কৃষকদের মাঝে প্রতি কৃষককে ৮ ধরণের শীতকালীন বিভিন্ন প্রজাতির বীজ বিনামূল্যে বিতরণ শুরু হয়েছে। এছাড়া প্রতিটি কৃষককে মোবাইল ব্যাকিং/ব্যাংক এর মাধ্যমে ১ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।এই প্রনোদনা বিতরন অব্যাহত থাকবে।