আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ১১:০৯ |

সাংবাদিক জয়নালের পিতার দাফন সম্পন্ন, শীঘ্রই  হবে মামলা 

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম  ;

সাংবাদিক জয়নাল আবেদীনের পিতা মোজাম্মেল হোসেনের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার ৫ নভেম্বর বেলা এগারোটায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ ইদিলপুর গ্রামের হোসাইন মঞ্জিলের মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজ শেষে মরহুম মোজাম্মেল হোসেনকে বাড়ি সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। পরে দোয়া  ও মুনাজাত করে মাগফিরাত কামনা করা হয়৷ 

সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার রফিকুল আলম বলেন, সাংবাদিক জয়নাল আবেদীনের বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এমন নিরেট ভদ্র লোক সমাজে বিরল। কারো সাথে ঝামেলায় লিপ্ত হতে দেখিনি তাঁকে। হঠাৎ করে এভাবে চলে যাওয়ার নিঃসন্দেহে পরিবারটির জন্য বিরাট দুঃখের। আল্লাহ ওনার পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুক।  

প্রসঙ্গত, মাত্র দেড় বছর মমতাময়ী মাকে হারান সাংবাদিক জয়নাল আবেদীন। এবার সন্ত্রাসীদের হাতে মারধের শিকার হয়ে রুটি রুজির একমাত্র মাধ্যম ৩ দশকের দোকান হারিয়ে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মোজাম্মেল হোসেন। একপর্যায়ে গতকাল স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি। 

সাংবাদিক জয়নাল আবেদীন বলেন, যারা আমার বাবাকে বুকে ও পেটে লাথি দিয়েছে তারাই মৃত্যুর জন্য দায়ী বলে আমি মনে করছি৷ শীঘ্রই আমি আসামিদের বিরুদ্ধে মামলা করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top