,চৌদ্দগ্রাম থেকে শাহাদাত মাহমুদ :
কুমিল্লার চৌদ্দগ্রামে পার্টনার ফিড স্কুল(পিএফএস) পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লার অঞ্চলের অতিরিক্ত পরিচালক আমজাদ হোসেন। মঙ্গলবার পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামে পিএফএস পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খামারবাড়ি কুমিল্লার উপ-পরিচালক আইয়ুব মাহমুদ।
পার্টনার ফিড স্কুলের সভাপতি আবু বকর সুজনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কাজী আকতার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জোবায়ের আহমেদ, উপসহকারী কৃষি অফিসার আরিফ সোলেমান মজুমদার , পার্টনার ফিড স্কুলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াজী, সদস্য ছালেহ আহমদ ভুঁইয়া, জসিম উদ্দিন মোল্লা, শাহজাহান মুহুরী, সালাহ উদ্দিন চৌধুরী, মোঃ হাসান, শফিকুল ইসলাম ভূঁইয়া, আকতার হোসেন, মোহাম্মদ সেলিম, জয়নাল আবদীন, হাসিনা আক্তার, রোমানা আক্তার,রীমা বেগম, রোকেয়া আক্তার,নার্গিস বেগম, তাহমিনা বেগম, মরিয়ম আক্তার লাকি,শাহিনুর বেগম প্রমুখ। পরিদর্শনকালে অতিথিবৃন্দ চৌদ্দগ্রাম পৌরসভা পার্টনার ফিড স্কুলে উপস্থিতি ও আগ্রহ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন।