আজ: শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,  | সময়: সকাল ১০:৪৫ |

মাদারীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে শিবচরে 

মাদারীপুর  থেকে মো: সামির :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে মাদারীপুরের শিবচরে। বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) শিবচর উপজেলার যুবদল ,ছাত্রদল,মহিলা দল বিএনপির নেতাকর্মীসহ  দিবসটি পালন করেন। 

দিবসটি ঘিরে শিবচর যুবদলের কার্যালয়,সোহাগ বেপারী নেতৃত্বে 

সকাল ১১ টায়  জাতীয় ও  দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য একটি র‍্যালি বের করা হয়।

 র‍্যালি টি শিবচর পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয়ে এসে সমাপ্তি হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপিসহ যুবদল,ছাত্রদলের কয়েক’শ নেতা কর্মী। বিএনপি নেতা, প্রফেসর হান্নান খাঁন, বাদশা গোমস্তা,মোঃ সিদ্দিক গোমস্তা,সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  গিরিস শাখা,বিএনপি নেতা আব্দুস সালাম মুন্সী, নজরুল খলিফা,শাহাবুদ্দিন মোড়ল। 

আরো উপস্থিত ছিলেন, মঈনুল ইসলাম (রাসেল), সুজন খান,মামুন হাওলাদার,ছাত্রদল নেতা বাদল খান ছাড়াও উপস্থিত ছিলেন,বিএনপির নেত্রী মাদারীপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি,শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর,সোহাদা আক্তার,মহিলা দলের  সাবেক সাধারণ সম্পাদক শিবচর উপজেলা সেলিনা আক্তারসহ আরো অনেকে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top