আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:১৭ |

নবীনগরে ডাকাতিকালে টাইগার সোহেলকে এলাকাবাসীর গণধোলাই, যৌথবাহিনীর হাতে আটক

নবীনগর প্রতিনিধি  ;

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতিকালে এলাকাবাসীর হাতে গণধোলাই খেয়ে আটক হয়েছেন জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের ছবির আহমেদ এর ছেলে সোহেল আহমেদ (টাইগার সোহেল ) ও খাগাতুয়া গ্রামের হযরত আলী। জানা যায়, শনিবার দিবাগত রাতে জিনদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাসান উদ্দিনের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সোহেল, খাগাতুয়া গ্রামের হযরত আলী ও জিনদপুর জাহাঙ্গীর আলম মামুন । এসময় হাসান উদ্দিনের বাড়িতে হামলার শব্দ শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা । পরে মসজিদের মাইকে ঘোষনা দেন জিনদপুর গ্রামে ডাকাত এসেছে। তখন মাইকের এলান শুনে জিনদপুর গ্রাম ও আশেপাশের এলাকার মানুষজন ঘটনাস্থলে জড়ো হলে সোহেল জিনদপুর গ্রামের আসকর ভূইয়ার বাড়িতে আশ্রয় নেয় । পরে সকলে গণদোলাই দিয়ে তাদের আটকে রাখে । খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে সোহেল ও হযরত আলীকে আটক করে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়,  দীর্ঘদিন যাবত সোহেল ও হাসান উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্ধ চলছিল। কয়েকদিন আগেও হাসান উদ্দিনের বাড়িতে সোহেল , হযরত আলী ও জাহাঙ্গীর আলম মামুন দলবল নিয়ে হামলা করেছিল বলে থানায় অভিযোগ করেছিলেন হাসান উদ্দিন । এরই প্রেক্ষিতে হাসান উদ্দিনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে ধারনা এলাকাবাসীর । 

এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মুঠোফোনে জানান, আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top