মোঃ জাবেদ আহমেদ জীবন :
সঠিক তথ্য ও সত্যের পথে আমরা এমন স্লোগান কে সামনে রেখে গঠন করা হয় নবীনগর রিপোর্টার্স ক্লাব, ১০/১১/২৪ রবিবার ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নবীনগর রিপোর্টার্স ক্লাবের ২ বছর মেয়াদি নির্বাচন, এতে সভাপতি পদে কোন প্রতিদ্বন্ধীতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন শাহীন রেজা টিটু, এছাড়াও আরো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সহ সভাপতি মোঃ চান পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ আহমেদ জীবন, সাংগঠনিক সম্পাদক শেখ মিহাদ বাবু, অর্থ ও দপ্তর শ্যামল বর্মণ শিমুল, তথ্য, আপ্যায়ন ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুম মির্জা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ রাজন, কার্যকারী সদস্য ১নং মোঃ হাজী কাউসার ও কার্যকারী ২নং সদস্য মোঃ টিপু সুলতান সহ মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।
এ সময় সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন বর্তমান সদস্য সচিব রেজাউল হক রহমত ও সদস্য শফিকুল ইসলাম শরিফ, ২৩ জন ভোটার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি তে নির্বাচন কমিশনার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সুলতান আহমেদের পরিচালনায় সকাল দশ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলে এতে ১৫ টি ভোট পেয়ে বিজয়ী হোন মোঃ শফিকুল ইসলাম শরিফ ও তার নিকটতম প্রতিদ্বন্দি রেজাউল হক রহমত ৮ ভোট পেয়ে পরাজিত হয়। ওক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাপ্তাহীক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, সাপ্তাহীক তিতাসের খবর পত্রিকার সম্পাদক সঞ্জয় শীল,
নবীনগর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি খলিল পরদেশী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খানজাহান আলী চৌধুরী ও সাংবাদিক জামাল হোসেন পান্না, মনির হোসেন, জহিরুল ইসলাম, মোঃ সোহেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠন টির সাধারণ সভায় সবার মতামতের ভিত্তিতে রেজাউল হক রহমত কে সিনিয়র সহ সভাপতি পদে রাখা হয়, এ সময় সকল ভেদাভেদ ভুলে সবাই এক সাথে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান নবাগত কমিটির সভাপতি শাহিন রেজা টিটু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ।