রেজাউল – কোটচাঁদপুরঃ
“হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ১০ নভেম্বর, ২০২৪ খ্রি. রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর উদ্যোগে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ, কোটচাঁদপুর-এ সদস্য সংগ্রহ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ খাইরুজ্জামান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব তর্পনেন্দু মন্ডল, জনাব মোঃ আনিছুর রহমান (সহযোগী অধ্যাপক), মোঃ রফিকুল আলম (প্রভাষক) সহ অন্যান্ন শিক্ষক মণ্ডলী। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পর্ষদ সদস্য জনাব আব্দুল আলিম, সাবেক সেনা কর্মকর্তা এবং ব্লাড ব্যাংক এর সম্পাদক জনাব মিলন হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন মেহেদী হাসান, ইনারুল ইসলাম, নাহিদ হাসান বাঁধন, আকাশ ইসলাম, শ্রী অসিম কুমার, ইমরান নাজির, জনি পারভেজ, কামরুল হাসান, আশেয়া আক্তার, এছাড়াও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সদস্য ও বিএনসিসি সদস্যবৃন্দ।
কোটচাঁদপুর ব্লাড ব্যাংক পরিচালনা পর্ষদ সদস্য জনাব মো: আলমগীর হুসাইন বলেন, পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং মানবিক সমাজ কাঠামো গড়ে তোলার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক রক্ত সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি বলেন সকলের সহযোগীতা ছাড়া কোন ব্যক্তি বা সংগঠনের একার পক্ষে মুমূর্ষু রোগীর জন্য রক্তের চাহিদা পূরণ করা সম্ভব। এক্ষেত্রে তিনি অত্র এলাকার সচেতন মহলের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন।