নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সেবা প্রার্থীদের সহজেই সেবাপ্রদান করার জন্য জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে।
১০ নভেম্বর, ২০২৪, রবিবার, মতিঝিলের BCIC (বিসিআইসি) ভবনের ১২ তালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (জোন – ৬) এর নতুন জোনাল অফিস উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)। রাজউক চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী রাজউক এর জোনাল অফিস সমূহ বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে এই নতুন জোন অফিস যাত্রা শুরু করলো।
রাজউকের (জোন – ৬) অতি গুরুত্বপূর্ণ এবং বৃহৎ একটি অঞ্চল। মতিঝিল, শান্তিনগর, মালিবাগ সহ ২৭ টি থানা ও ৯৭ টি মৌজা নিয়ে (জোন-৬) গঠিত। এর পূর্বে এই গুরুত্বপূর্ণ জোনের কার্যক্রম দিলকুশার রাজউক ভবন থেকেই পরিচালিত হতো। সেবাপ্রার্থীদের কাছে সহজেই সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাজউক এর বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) রাজউক এর জোনাল অফিস গুলো সংশ্লিষ্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন। যার ফল স্বরূপ নতুন স্থানে পথ চলা শুরু হলো (জোন-৬) এর।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, “জোনাল অফিস গুলো নতুন স্থানে স্থানান্তরের মাধ্যমে রাজউকের কাজ গতিময় হবে। শীঘ্রই আমরা প্ল্যান পাশ থেকে শুরু করে রাজউকের অন্যান্য কার্যক্রম দ্রুতসময়ে সম্পাদনের জন্য অনলাইন মাধ্যমের কর্মকাণ্ড বৃদ্ধি করবো।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (পরিকল্পনা) জনাব মোহাম্মদ আবদুল আহাদ, এনডিসি, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাঃ হারুন-অর-রশীদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, প্রধান প্রকৌশলী, প্রধান নগর স্থপতি, (জোন-৬) এর পরিচালক শীলাব্রত কর্মকার, (জোন-৩) এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম, (জোন-২) এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া সহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নতুন জোন অফিসের কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারা আশাব্যক্ত করেন, নতুন এই জোন অফিস অল্প সময়ে পরিকল্পিত ও সঠিক সেবা দানের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছে দ্রুতই সুপরিচিত হয়ে উঠবে।