প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু
মাজহারুল ইসলাম
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে ছাগলে ধান গাছ খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় মোঃ আনিছুর রহমান আনিছ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আনিছুর রহমান ওই এলাকার মৃত আজিজল হকের ছেলে।
এ ঘটনায় নিহত আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন (১৬) আহত হয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে।
অভিযুক্ত মোঃ মাহবুব আকন্দ (৩৮) উপজেলার চর গোবিন্দি মধ্যপাড়া এলাকার মোঃ মোজাফফর আকন্দ ওরুফে হান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আনিছুরের খেতের ধান গাছ খায় অভিযুক্ত মাহবুবুর রহমানের ছাগল এ নিয়ে গতকাল সোমবার বলতে গেলে তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে নিহতের ছেলে আরাফাত তাদের বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মাহবুবুর রহমান গংরা তাকে মারধর শুরু করে। খবর পেয়ে আরাফাতের বাবা নিহত আনিছুর রহমান ঘটনাস্থলে গেলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা ঘটনাস্থলে ত্যাগ করলে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত আনিছুর রহমানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টা দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত আনিছুর রহমানের মরদেহ সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।