আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শ্রী সুজন চৌধুরী (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুলানন্দপুর উত্তরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কুলানন্দপুর গ্রামের সুজন চৌধুরী ও তার স্ত্রী শ্রীমতি দুলালী রানীর মধ্যে প্রায় সময় মোবাইল ফোনে কথা বলা নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
বুধবার দিবাগত রাতে পরিবারের লোকজনের সাথে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে সুজন চৌধুরীর পিতা হানছা লাল চৌধুরী ঘুম থেকে উঠে বাড়ির আঙ্গিনার পাশে বাঁশ ঝাঁড়ের নিচে তার পুত্রবধুকে অস্থির অবস্থায় দেখতে পায়। পরে সন্দেহ হলে তিনি ছেলের ঘরে গেলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ছেলের লাশ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, শ্রী সুজন চৌধুরীর মরদেহ উদ্ধারসহ সন্দেহ জনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।