মো: সাজ্জাদুল হক :
জয়পুরহাট সদর উপজেলা থেকে দিলীপ বর্মন (৫৫) নামে এক রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে চকশ্যাম ব্রিজের উত্তর পাশে পৌর এলাকার বুলুপাড়ায় এ ঘটনাটি ঘটে।
মৃত দিলীপ হলেন, দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ ব্যাটারী চালিত রিক্সা চালক, রাতে শহর ও আসেপাশে এলাকায় রিক্সা চালায়, প্রতিদিনেরনেয় সন্ধ্যার পরে রিক্সা নিয়ে বেরিয়ে যায়।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হাঁটতে এসে গলায় ছুরিকাঘাত
মৃতদেহটি রাস্তার পাশে দেখে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ব্যাটারি চালিত রিক্সাটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে, তদন্ত শেষে জানাযাবে প্রকৃত ঘটনাটি কি।