আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ২:৩৯ |

গাইবান্ধায় জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে  তানজিদুর তুহিন :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে  শনিবার ১৬ নভেম্বর স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। 

জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, বিএনপি নেতা আবু সুফিয়ান সুজা, শ্রমিক দল জেলা সহ-সভাপতি কুদ্দুস মোড়ল, শাহজালাল সরকার, সাংকঠনিক সম্পাদক সামছুল আলম বকসী, সদর থানা শ্রমিক দল সভাপতি ফিরোজ মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদ হক্কানী, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শামীম চৌধুরী, আব্দুল মান্নাফ সরকার প্রমুখ। প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী। 

বক্তারা বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তারা বিএনপির নেতাকর্মীদের উপরে ব্যাপক অত্যাচার নির্যাতন চালিয়েছে। তাই এই দেশে আওয়ামীলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top