মোঃ ইউছুফ ভূঁইয়া :
—-
কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ৭ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসেবা ও ৩ লাখ টাকা মূল্যের ঔষুধ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরণশাল মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। সেন্ট্রাল মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিএম মোহাম্মদ বেলাল হোসাইন। হাসপাতালের প্যাসেন্ট কেয়ার অফিসার শাখাওয়াত হোসেন শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, খিরণশাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।